সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সেন্টমার্টিনে পর্যটকসহ স্পিডবোট ডুবে নারীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০২৩

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী স্পিডবোট ডুবে ফিরোজা খাতুন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাকি ২১ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সেন্টমার্টিন যাবার পথে সাগরে মধ্যখানে এ ঘটনা ঘটে। ফিরোজা খাতুন সেন্টমার্টিন ইউনিয়নের ডেইলপাড়ার আব্বাস আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটার দিকে টেকনাফ ঘাট থেকে পর্যটকসহ ২২ যাত্রী নিয়ে একটি স্পিডবোট সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা করে। স্পিডবোটটি সেন্টমার্টিনের কাছাকাছি গেলে ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে সবাইকে উদ্ধার করে। পরে গুরুতর অবস্থায় ফিরোজা খাতুনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ঢেউয়ে স্পিডবোটটি ডুবে যায়। এতে এক নারীর মৃত্যু হয়েছে। বাকি ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি