আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজনৈতিক দল বিজেপি সাংসদ মানেকা গান্ধীকে ১০০ কোটি রুপির মানহানির নোটিশ পাঠিয়েছে ইসকন।
ধর্মীয় সংগঠনটি তার গোশালার গরুগুলো কসাইদের কাছে বিক্রি করছে বলে মন্তব্য করায় গতকাল শুক্রবার ইসকনের পক্ষ থেকে মানেকা গান্ধীকে ওই মানহানির নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছে এনডিটিভি।
সম্প্রতি সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাকে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেসের (ইসকন) বিরুদ্ধে গরু বিক্রির ওই অভিযোগ করতে শোনা যায়।
ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস এক বিবৃতিতে বলেছেন, ‘ইসকনের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করায় আজ আমরা মানেকা গান্ধীকে ১০০ কোটি রুপির মানহানির নোটিশ পাঠিয়েছি।’
বিশ্বব্যাপী ইসকনের ভক্ত, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গভীরভাবে ব্যথিত বলে উল্লেখ করে তিনি ওই মন্তব্যকে ‘দুষ্ট অভিযোগ’ বলে অভিহিত করেন।