মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেনীতে সেপটিক ট্যাংক ভেঙে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংক থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার পৌরসভার থানাপাড়া এলাকার প্রবাসী শহিদ উল্যার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— বাগেরহাট জেলার কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস ওরফে আকাশ (৩৫) এবং খাগড়াছড়ি জেলার রামগড় থানার করইয়া বাগান এলাকার সিরাজুল হকের ছেলে মাইন উদ্দিন (২৫)। তারা নির্মাণশ্রমিকের কাজ করছিলেন।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার থানাপাড়া এলাকায় কুয়েত প্রবাসী শহিদুল ইসলামের নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংকে কাজ করেন নির্মাণশ্রমিকরা। কাজ শেষে বাসায় না ফেরায় দুই শ্রমিককে খোঁজাখুঁজি করেন স্বজনরা। শনিবার সকালে স্বজনরা তাদের খোঁজে ওই ভবনে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর দুজনের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনার জন্য নির্মাণ ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন স্বজনরা।

ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্যাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— সেন্টারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। তার পরও এ ঘটনায় কারও গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি