মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে রাস্তায় যানজট নিয়ে বাগবিতণ্ডা, প্রাণ গেলো অটোচালকের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর চাটখিলে রাস্তায় যানজট নিয়ে বাগবিতণ্ডায় মিশুকচালকদের ঘুসিতে সাখায়েত উল্যাহ (৫৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে চাটখিল-সোনাইমুড়ি সড়কের পাঁচগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজভাওর গ্রামে এ ঘটনা ঘটে। সাখায়েত উল্যাহ ওই গ্রামের মৃত হাবিব উল্যাহর ছেলে।

এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজু (২৫) ও ৩ নম্বর আসামি জাহাঙ্গীর হোসেনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। রাজু পাঁচগাও ইউনিয়নের হালিমাদিঘীর পাড় এলাকার মৃত নুর নবীর ছেলে এবং জাহাঙ্গীর হোসেন সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাটের আকবর আলীর ছেলে। তারা সবাই মিশুকচালক।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে সাখায়েত তার গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছাকাছি এসে দেখেন কিছু মিশুক ও সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় এলোমেলো করে রাখা হয়েছে। এনিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মিশুকচালকরা সাখায়েতকে কিল-ঘুসি মেরে রাস্তায় ফেলে দেন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় সাখায়েতের ছেলে মো. রবিন একটি হত্যা মামলা করেছেন। সেই মামলায় দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি