বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের সাথে কূটনীতিক উত্তেজনা আর বাড়াতে চাইছে না: জাস্টিন ট্রুডো


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের সাথে কূটনীতিক উত্তেজনা আর বাড়াতে চাইছে না কানাডা। একই সঙ্গে ‘নয়াদিল্লির সাথে দায়িত্বশীল এবং গঠনমূলকভাবে’ সম্পৃক্ত থাকবে বলেও জানিয়েছে দেশটি।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার এ মন্তব্য করেছেন।

গত জুন মাসে খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জর কানাডায় হত্যাকাণ্ডের শিকার হন। গত মাসে এ ঘটনায় ভারত সরকারের সম্পৃক্ততার অভিযোগ করেন জাস্টিন ট্রুডো। এই ইস্যুতে অটোয়া একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করলে পাল্টা ব্যবস্থা হিসেবে নয়াদিল্লিও অটোয়ার এক কূটনীতিককে বহিষ্কার করে। এ ঘটনায় দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ককে টানপোড়েন শুরু করে। সর্বশেষ মঙ্গলবার নয়াদিল্লি ৪১ কানাডীয় কূটনীতিককে ১০ অক্টোবরের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে অটোয়াকে।

ভারতের এই পদক্ষেপের বিপক্ষে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে ট্রুডো জানান, তার সরকার নয়াদিল্লির সাথে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করবে।

তিনি বলেন, “আমরা বাড়তে চাই না, যেমন আমি বলেছি, আমরা সেই কাজটি করতে যাচ্ছি যা এই অত্যন্ত কঠিন সময়ে ভারতের সাথে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি