মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় দুই কসাই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আটক ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১০.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান দখলে বাধা দেওয়ায় দুই কসাই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরে শহরের আনন্দ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সুলতান মিয়া (৩৫) ও হোসেন মিয়া (৪২) নামে দুই কসাইকে আটক করে। শনিবার সকালে সুলতান মিয়া ও হোসেন মিয়াকে আদালতে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ার তৌহিদ মিয়া আনন্দ বাজারে তার নিজের দোকানে মাংসের ব্যবসা করতেন। গত কয়েক মাস আগে তৌহিদ মিয়া তার দোকানটি সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের সুলতান মিয়ার কাছে দোকানের দখলটি বিক্রি করে দেন।

এদিকে তৌহিদ মিয়া পূর্বে বিরাসার গ্রামের হোসেন মিয়ার কাছ থেকে দাদনে কিছু টাকা নেয়। তৌহিদ মিয়া দাদনের টাকা ফেরত না দেয়ায় গত শুক্রবার দুপুরে হোসেন মিয়া তার দলবল নিয়ে আনন্দ বাজারে সুলতান মিয়ার ক্রয় করা দোকানটি দখল করতে যায়। এসময় সুলতান মিয়া দোকান দখলে বাধা প্রদান করলে হোসেন মিয়া ও তার সহযোগীরা সুলতান মিয়াকে বেধরক মারধর করে। সুলতান মিয়ার স্বজনরা ঘটনাস্থলে পৌছলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষের লোকজন গরু জবাইয়ের ছুরি, টাকশাল নিয়ে মুখোমুখী হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে কসাই সুলতান মিয়া ও হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসাইন বলেন, সুলতান মিয়ার ক্রয়কৃত আনন্দ বাজারের দোকানটি হোসেন মিয়া দলবল নিয়ে দখল করতে গেলে সুলতান মিয়া বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আমরা ঘটনাস্থলে গিয়ে সুলতান মিয়া ও হোসেন মিয়াকে আটক করি। পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি