শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি সংঘর্ষ ১৭ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরে শনিবার থেকে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৭ জন ফিলিস্তিনি মারা গেছেন। নিহতদের মধ্যে চারটি শিশু রয়েছে এবং ওই সংঘর্ষে আহত হয়েছেন ২৯৫ জন।

গাজা থেকে কিছুটা দূরে এই এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জাতিসংঘ জানিয়েছে। পশ্চিম তীর গাজা থেকে বিচ্ছিন্ন একটি শহর এবং তারা হামাস দ্বারা নিয়ন্ত্রিত নয়।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে বেশিরভাগ আহত হয়েছেন, তবে ইসরাইলি বসতি স্থাপনকারীদের আক্রমণে ২৩ জন আহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রায় ১৫০০ যোদ্ধার লাশ পাওয়া গেছে ইসরাইলে। দেশটির সেনাবাহিনী এমনটিই দাবি করেছে। এছাড়া অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সঙ্গে থাকা ইসরাইলি সীমান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবিও করেছে তারা।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল এবং গাজা উপত্যকার আশপাশে প্রায় দেড় হাজার হামাস যোদ্ধার লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলের সামরিক মুখপাত্র রিচার্ড হেচ্ট সাংবাদিকদের বলেছেন, নিরাপত্তা বাহিনী অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ‘সীমান্তে কমবেশি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে’।

তার ভাষায়, ‘গত রাত থেকে আমরা জানি যে, কেউ ইসরাইলে আসেনি… তবে এখনো অনুপ্রবেশ ঘটতে পারে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি