আন্তর্জাতিক ডেস্ক:
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আটজন সংসদ সদস্য। সরকার মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করবে বলেও আশা প্রকাশ করেছেন তারা। গত ৮ নভেম্বর তারা ওই চিঠি পাঠান বলে আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন গ্রুপের চেয়ার ব্রেড রেডেকপ।
তিনি লিখেছেন, ‘আমি ও কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপে আমার সহকর্মীরা মিলে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে চিঠি লিখেছি।’
ওই চিঠিতে কানাডার আট রাজনীতিবিদ লিখেছেন, ‘বাংলাদেশে ২০২৪ জানুয়ারির নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেবিষয়ে গভীর প্রত্যাশা নিয়ে কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে আমরা আপনাকে চিঠি লিখছি।’
তারা আরও বলেন, ‘এ নির্বাচন বাংলাদেশের কোটি কোটি ভোটারকে দেশ পরিচালনার জন্য পছন্দের রাজনৈতিক দল বেছে নেওয়ার সুযোগ করে দেবে বলে আমরা মনে করি। এ লক্ষ্যপূরণে আমরা কয়েকটি প্রত্যাশার বিষয় তুলে ধরছি।’
সেখানে বলা হয়েছে, আমরা আশা করি আপনার সরকার মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করবে এবং ভিন্নমত পোষণকারী মতামতকে সম্মান করবে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ভোট কারচুপি এবং ব্যালট বাক্স ভরাটের মতো ভোটের অনিয়ম যাতে ঘটতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমরা কঠোর পরিশ্রম আশা করি।
আমরা আশা করি, আপনার সরকার সহিংসতা প্রতিরোধ এবং রাজনৈতিক দল-মত নির্বিশেষে সকল বাংলাদেশির সুরক্ষা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করবে। আমরা আশা করি, আপনার সরকার সকল যোগ্য বাংলাদেশি নাগরিকের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করবে।
চিঠিতে তারা আরও বলেন, ‘কানাডা ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট শক্তিশালী। আমরা চাই, ভবিষ্যতে এ সম্পর্ক আরও বিকশিত হোক। দুই দেশে গণতান্ত্রিক সরকার থাকলে তখনই সম্পর্কের এ বিকাশ সম্ভব।’
চিঠির শেষে আট এমপি লিখেছেন, ‘স্বচ্ছতার সঙ্গে সব রাজনৈতিক দলকে যুক্ত করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করে গণতান্ত্রিক ঐতিহ্য বিকাশের ধারা অব্যাহত রাখতে আপনার প্রতি আহ্বান জানাই।’