শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে অস্ট্রেলিয়াকে যত ওভারে আটকাতে হবে টাইগারদের


চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে অস্ট্রেলিয়াকে যত ওভারে আটকাতে হবে টাইগারদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১১.২০২৩


স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ স্বপ্ন শেষ অনেক আগেই। তবে বাংলাদেশের সামনে এখন নতুন এক লক্ষ্য। খেলতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার জন্য বিশ্বকাপে দশ দলের মধ্যে আটের ভেতর থাকা চাই।

বর্তমানে টাইগাররা সেরা আটের মধ্যেই আছে। তবে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেলে অবস্থান নড়বড়ে হয়ে যেতে পারে, কেননা এখানে রানরেটের একটা হিসাব আছে।

বাংলাদেশের সমান ৪ পয়েন্ট আরও তিন দলের-ইংল্যান্ড, শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডস। ইংল্যান্ড এখন সাতে। আজ পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলে তাদেরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে।

তবে বাংলাদেশের মূল সমীকরণটা আসলে অস্ট্রেলিয়াকে যত ওভার পর্যন্ত আটকে রাখা যায়, তার ওপর। কেননা, ধরেই নেওয়া যায় নেদারল্যান্ডস নিজেদের শেষ ম্যাচে ভারতের সঙ্গে হারবে।

সেক্ষেত্রে আজ যদি অস্ট্রেলিয়াকে রান তাড়ায় ২২.৪ ওভার পর্যন্ত আটকে রাখতে পারে বাংলাদেশ, তবে শ্রীলঙ্কার চেয়ে বেশি রানরেট ধরে রেখে কমপক্ষে আটে থেকে শেষ করার জোর সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ বাংলাদেশ যে অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের বড় লক্ষ্য দিয়েছে, তা ২২.৪ ওভারে অসিরা তাড়া করে ফেলতে পারলেই কেবল রানরেট লঙ্কানদের নিচে চলে যাবে টাইগারদের। সহজ হিসাব হলো, অস্ট্রেলিয়াকে কোনোমতেই এই ওভারের মধ্যে জিততে দেওয়া যাবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি