শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিশ্বকাপের ৯ ক্রিকেটার বাদ দিয়ে ক্যারিবিয়ানে যাচ্ছে ইংল্যান্ড


বিশ্বকাপের ৯ ক্রিকেটার বাদ দিয়ে ক্যারিবিয়ানে যাচ্ছে ইংল্যান্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০২৩

স্পোর্টস ডেস্ক:

চলমান বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৯ ম্যাচে মাত্র ৩টি জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জস বাটলারের দলকে। সেমিফাইনালের সম্ভাবনাও জাগাতে পারেনি দলটি। বিশ্বকাপের পরপরই ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড। সেই সফরের ওয়ানডে স্কোয়াডে বর্তমান বিশ্বকাপ খেলা মাত্র ৬ জনকে রাখা হয়েছে।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা যেই ছয়জনকে ওয়ানডে দলে রাখা হয়েছে তারা হলেন- অধিনায়ক জস বাটলার, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কারেন এবং লিয়াম লিভিংস্টোন।

এখনো ওয়ানডে না খেলা পেসার জশ টাং ও জন টার্নারকে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই দলে রাখা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলছেন না বেন স্টোকস। ভারত থেকে ইংল্যান্ডে পৌঁছানোর পর তার হাঁটুতে অস্ত্রোপচার হতে পারে।

ক্যারিবিয়ানদের সাথে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড।

ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কুরান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ফিল সল্ট, জশ টাং ও জন টার্নার।

টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলি, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, রিস টপলি, জন টার্নার ও ক্রিস ওকস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি