২০০৩ সালের পর আবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। আগমীকাল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে ক্রিকেটের এই দুই পরাশক্তি। হাইভোল্টেজ এই খেলায় ম্যাচের রাশ থাকবে দুই রিচার্ডের হাতে। এই ম্যাচের মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং রিচার্ড কেটলবরো।
কেটলবরোর হাতে ২০১৫ সালের বিশ্বকাপের ফাইনালের দায়িত্বও ছিল। সেবার কুমার ধর্মসেনা তার সঙ্গে ছিলেন। মেলবোর্নে অস্ট্রেলিয়া সেবার নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল।
আইসিসির আন্তর্জাতিক তালিকায় একসঙ্গে জায়গা করে নিয়েছিলেন ইলিংওর্থ এবং কেটলবরো। ২০০৯ সাল থেকে আম্পায়ার হিসাবে কাজ করছেন তারা। এ বারের বিশ্বকাপে দু’টি সেমিফাইনালের দায়িত্ব ছিল তাদের কাঁধে। ইলিংওর্থ সাক্ষী ছিলেন মুম্বাইয়ে ভারতের জয়ের। অন্যদিকে কেটলবরো ছিলেন ইডেনে। সেখানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া।
এদিকে দুই রিচার্ডের সঙ্গে তৃতীয় আম্পায়ার হিসাবে থাকবেন জোয়েল উইলসন। আর চতুর্থ আম্পায়ার ক্রিস গ্যাফানি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট।