বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » ঘূর্ণিঝড় মিধিলি : ২ ট্রলারসহ ২৫ জেলে নিখোঁজ, ভাসমান ১৪ জেলে উদ্ধার


ঘূর্ণিঝড় মিধিলি : ২ ট্রলারসহ ২৫ জেলে নিখোঁজ, ভাসমান ১৪ জেলে উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জন জেলে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার সকালের দিকে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে আ. রহিম খলিফার মালিকানাধীন এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারের ১২ জেলের মধ্যে চারজনকে উদ্ধার করা হয়। আটজনের খোঁজ মেলেনি। এছাড়া রফিকের মালিকানাধীন এফবি এলাহি ভরসা ও আনোয়ারের মালিকানাধীন এফবি তামান্না ট্রলারের ৩১ জেলে নিখোঁজ রয়েছেন।

ফিরে আসা জেলেরা বলেন, শুক্রবার ভোরে উপকূলে আসার চেষ্টার সময় হঠাৎ একটি বড় ঢেউ এসে ট্রলারটির ওপরে আছড়ে পড়লে তা ডুবে যায়। এরপর আমরা সাগরে ভাসতে ভাসতে একটি ট্রলার দেখে চিৎকার দিলে তারা আমাদের চারজনকে উদ্ধার করে মহিপুর নিয়ে আসে।

ফিরে আসা জেলেরা আরও জানান, আটজন জেলে কোথায় আছে জানি না।

ফিরে আসা জেলেদের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

নিখোঁজ এফবি এলাহি ভরসা ও এফবি তামান্না ট্রলারের মালিক ও জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে মাছ ধরাতে যাওয়া অনেক ট্রলার ডুবে গেছে। ইতোমধ্যে দুটি ট্রলার উদ্ধার করা হয়েছে। এখনো দুটি ট্রলারের ৩১ জন জেলে নিখোঁজ রয়েছেন। ৩৯ জেলে ও ট্রলার খোঁজার জন্য দুটি ট্রলার পাঠানো হয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ এবং ট্রলার মালিক সমিতির যৌথভাবে উদ্ধার তৎপরতা কার্যক্রম শুরু করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি