সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » টি-২০ বিশ্বকাপের ১৯ দল চূড়ান্ত, ১টি আসনের লড়াইয়ে ৪ দল


টি-২০ বিশ্বকাপের ১৯ দল চূড়ান্ত, ১টি আসনের লড়াইয়ে ৪ দল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০২৩


স্পোর্টস ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বব্যাপী ক্রিকেটকে জনপ্রিয় করতে ২০২৪ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল খেলানোর পরিকল্পনা নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুর্নামেন্টটিতে খেলার জন্য এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ১৯টি দল। বাকি ১টি আসনের জন্য লড়ছে চারটি দেশ। তারা হলো- জিম্বাবুয়ে, উগান্ডা, কেনিয়া ও নাইজেরিয়া।

আগামী বছরে অনুষ্ঠেয় বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। আয়োজক দেশ হিসেবে তারা এমনিতেই থাকছে। আর সর্বশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ৮ দলও জায়গা পেয়েছে সরাসরি। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। এছাড়া র‌্যাংকিং বিবেচনায় সুযোগ পেয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ।

১২ দল আগেই নিশ্চিত হওয়ায় বাছাইপর্ব খেলে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে নামে ৮ দল। আইসিসির নিয়ম অনুযায়ী এই ৮ দলের মধ্যে দুইটি করে দল সুযোগ পাবে আফ্রিকা, এশিয়া ও ইউরোপ অঞ্চল থেকে। ১টি করে দল সুযোগ পাবে আমেরিকা ও এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে।

ইউরোপ থেকে আয়ারল্যান্ডস ও স্কটল্যান্ড, এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে পাপুয়া নিউগিনি, আমেরিকা অঞ্চল থেকে কানাডা, এশিয়া থেকে নেপাল ও ওমান এবং আফ্রিকা থেকে গতকাল মঙ্গলবার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নামিবিয়া। এই অঞ্চলের আর একটি দল বাকি আছে। এর জন্য লড়াইয়ে জিম্বাবুয়ে, উগান্ডা, কেনিয়া ও নাইজেরিয়া।

আফ্রিকা অঞ্চলে ৭ দলের বাছাইপর্বে এখনো পর্যন্ত ৫ ম্যাচে ৫ জয় আছে নামিবিয়ার। ৫ ম্যাচে ৩ জয় নিয়ে দুই নম্বরে আছে জিম্বাবুয়ে। তবে একটি করে ম্যাচ কম খেলা উগান্ডা ও কেনিয়ার পয়েন্টও জিম্বাবুয়ের সমান (রান রেটে পিছিয়ে)। তাই এই দুই দলের হাতেই ঝুলে আছে জিম্বাবুয়ের ভাগ্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি