সোমবার,২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না ইসরায়েল: ইরান


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েল পেরে উঠবে না বলে মন্তব্য করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, গাজা যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শিকার হয়েছে। তারা গাজা থেকে হামাসকে মুছে দিতে ব্যর্থ হয়েছে এবং এটা তাদের পক্ষে সম্ভবও নয়।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। হামাসের পক্ষ থেকেও প্রথম এমন আভাস মিলে মঙ্গলবার। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতারের জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে।

গতকাল বুধবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আবদুল্লাহিয়ান বলেন, ইসরায়েল এবং আমেরিকা হামাসকে মুছে দিতে ব্যর্থ হওয়ার কারণে বর্তমান এই যুদ্ধবিরতি চুক্তি করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি- ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় হামাসকে ধ্বংস করতে সক্ষম নয়। হামাস হচ্ছে একটি স্বাধীনতাকামী বৈধ সংগঠন এবং তারা ফিলিস্তিনেই থাকবে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধে ফিলিস্তিনি জাতি ও প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হচ্ছে প্রধান পরাজিত পক্ষ।

আমির আবদুল্লাহিয়ান বলেন, গাজায় চলমান যুদ্ধবিরতি এই অঞ্চলের জন্য যুদ্ধ থেকে বিরত থাকার একটি সুযোগ এনে দিয়েছে। এখন যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে- এই পরিস্থিতির ধারাবাহিকতা রক্ষা করবে ও যুদ্ধ থেকে বিরত থাকবে, নাকি আরো খারাপ পরিস্থিতি তৈরি হোক তার ব্যবস্থা করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি