বুধবার,১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কিংস পার্টি আসবে কোত্থেকে, আমরা কি রাজতন্ত্র চালাচ্ছি: কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

তৃণমূল বিএনপি, বিএনএম ও সুপ্রিম পার্টিকে ‘কিংস পার্টি’ বলে আখ্যায়িত করছেন অনেকে। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, তারা কোনো রাজতন্ত্র চালাচ্ছেন না, তাই ‘কিংস পার্টি’রও প্রশ্ন আসে না।

আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আপনারা তৃণমূল বিএনপি বা সুপ্রিম পার্টি নিয়ে যে স্বস্তির কথা বলছেন, অনেকে কিংস পার্টি বলে তাদের সমালোচনা করছে— এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পাল্টা প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে কিংস পার্টির কী আছে! আমরা কি রাজতন্ত্র চালাচ্ছি বাংলাদেশে?’

তিনি বলেন, ‘কিংস পার্টি আসবে কোত্থেকে? আমরা কি অস্বাভাবিক সরকার, ওয়ান-ইলেভেনের… যে এখানে কিংস পার্টি আসবে? আমরা গণতন্ত্র নিয়ে লড়াই করছি। সংবিধান রক্ষা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই নির্বাচন আমরা করতে চাই। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে চাই।’

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে বিএনপি নাশকতার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এমন মনে হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা খোঁজ-খবর নিয়েই কথা বলি। সরকারি দল হিসেবে আমাদের জানার স্কোপটা বেশি। বিভিন্ন সূত্র আছে, গোয়েন্দা সূত্রসহ। আমরা ইনফরমেশন পাচ্ছি এবং ইনফরমেশন আগেও তাদের সম্পর্কে যা পেয়েছি, কোনোটাই বাস্তবে ভুল প্রমাণিত হয়নি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এমন একটা দল যারা ভুলের রাজনীতি করছে এবং জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে যেভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে তাতে এক পর্যায়ে দেখা যাবে জামায়াতই বিএনপিতে মূল নেতৃত্ব দিবে। বিএনপি হবে জামায়াতের বি-টিম।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি