বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।
২০১৪ থেকে ২০২০, দীর্ঘ ৬ বছর স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় একসঙ্গে জুটি বেঁধে খেলেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ২০২০ সালে সুয়ারেজ বার্সা ছাড়লে ভাঙে এই জুটি। পরের বছর বার্সা ছাড়েন মেসিও। তবে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন এই দুই তারকা।
ফুটবল বিষয়ক বিখ্যাত স্প্যানিশ গণমাধ্যম এএস জানিয়েছে, এক বছরের চুক্তিতে লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন সুয়ারেজ। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের এই ক্লাবে মেসি ছাড়াও খেলছেন ৩৬ বছর বয়সী সুয়াজের সাবেক দুই সতীর্থ সার্জিও বুসকেতস ও জর্দি আলবা।
এতদিন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলেছেন সুয়ারেজ। তবে এবার আর্জেন্টানইন কোচ জেরার্দ তাতা মার্তিনোর অধীনে খেলতে যাচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।
গ্রেমিওর হয়ে ৫২ ম্যাচে ২৪ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন সুয়ারেজ। গত সপ্তাহে গ্রেমিওর কোচ রেনাতো গাউচো বলেছেন, ‘নিশ্চিতভাবেই আমরা তাকে (সুয়ারেজ) মিস করতে যাচ্ছি। সবাই তাকে ভালোবাসত। সে চলে যাচ্ছে।’
গত রোববার ভাস্কো দা গামার বিপক্ষে গ্রেমিওর জয়ে একমাত্র গোলটি করেন উরুগুয়ে জাতীয় দলে খেলা সুয়ারেজ। এরপর পুরো স্টেডিয়ামে তাকে ‘ল্যাপ অব অনা ‘ দেওয়া হয়। গ্রেমিওর সমর্থকরাও ক্লাবের হয়ে দারুণ অবদান রাখার জন্য সুয়ারেজকে শুভকামনা জানান।