রবিবার,১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


গাজায় ইসরায়েলি হামলায় ১৭ হাজার ১৭৭ ফিলিস্তিনি নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পূর্বাঞ্চল এবং দক্ষিণ অংশে ইসরায়েলি বাহিনী তুমুল বিমান হামলা চালাচ্ছে।

৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল-হামাস সংঘাতে গাজায় এ পর্যন্ত ১৭ হাজার ১৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন অন্তত ৪৬ হাজার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৫০ জন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা গাজায় ৪৫০ স্থাপনা টার্গেট করেছে। আল জাজিরা বলছে, এসব লক্ষ্যবস্তুর মধ্যে আবাসিক বাড়ি আছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ইসরায়েলি বাহিনী। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০। আহত তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৪০ হাজারের বেশি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি