স্পোর্টস ডেস্ক:
বাঁ থেকে লিওনেল মেসি, করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো।
লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো; প্রজন্মের সেরা তো বটেই, সর্বকালের সেরার প্রশ্নেও উঠে আসে তাদের নাম। তবে নিজের স্বপ্নের একাদশে এই দুই তারকাকে বাইরে রেখেই নিজের স্বপ্নের একাদশ গড়লেন ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা।
টহরনড়ঃং.রহ
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে এই মৌসুমেই সৌদি প্রো লিগের দল আল-ইত্তিহাদে যোগ দেন বেনজেমা। ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে স্বপ্নের এই একাদশ ঘোষণা করেন ফরাসি এই তারকা।
বেনজেমা এই একাদশে অবধারিতভাবেই নিজ দেশ ফ্রান্স ও ক্লাব রিয়াল মাদ্রিদের বেশি খেলোয়াড় রেখেছেন। ব্রাজিলের উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড়ও ঠাই পেয়েছেন ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ী এই তারকার তালিকায়। তবে সবচেয়ে বড় বিস্ময় ৮ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি ও ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা রোনালদোকে না রাখা। রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন খেলেছেন বেনজেমা আর মেসি বার্সেলোনায় থাকাকালীন তার বিপক্ষেও অনেকবার মাঠে নেমেছেন।
বেনজেমার স্বপ্নের একাদশ
গোলরক্ষক: ম্যানুয়েল ন্যুয়ার (জার্মানি); ডিফেন্ডার: দানি আলভেস (ব্রাজিল), পেপে (পর্তুগাল), সার্জিও রামোস (স্পেন), মার্সেলো (ব্রাজিল); মিডফিল্ডার: ক্লদ মাকেলেলে (ফ্রান্স), পল পগবা (ফ্রান্স), জিনেদিন জিদান (ফ্রান্স); ফরোয়ার্ড: রোনালদিনহো (ব্রাজিল), রোনালদো লিমা (ব্রাজিল), করিম বেনজেমা (ফ্রান্স)।
রোনালদোর সঙ্গে একই বছরে অর্থাৎ ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন বেনজেমা। একসঙ্গে চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন তারা। এরপর ২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। আর এ মৌসুমেই রিয়াল ছেড়ে আল-ইত্তিফাকে যোগ দেন বেনজেমা।