বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০২৩


ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মারামারিতে ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।

গতকাল শুক্রবার রাত ৭টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নোয়াজী হাজীর নাতির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই বাড়ির মৃত ছায়েদল হকের ছেলে।

আটক তিন জন হলেন, কবিরহাট উপজেলার মনিনগর গ্রামের জেবল হক শিপনের ছেলে রমজান আলী অন্তর (১৫), পূর্ব দরাপ নগর গ্রামের অজি উল্যার ছেলে আরিফুল ইসলাম ইমন (১৭) ও শ্রীনদ্দি গ্রামের আব্দুল ওহাবের ছেলে মনির হোসেন আনন্দ (১৭)।

জানা যায়, শুক্রবার দুপুরে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বরের ওয়ার্ড নোয়াজী হাজীর নাতির বাড়ির কুলসুম, তাজ নাহার ও ফাতেমা আক্তারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রাতে পুরুষ সদস্যরা বাড়ি এলে পুনরায় উভয়পক্ষ মারামারিতে লিপ্ত হন। এ সময় আঘাতপ্রাপ্ত হয়ে ইসমাইল ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি