রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে ব্যাংক থেকে টাকা তুলে বের হয়ে গ্রাহক দেখলেন, ব্যাগের টাকা উধাও


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০২৩

জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার জেলার দেবিদ্বার কলেজ রোডের অগ্রণী ব্যাংক লিমিটেড মঙ্গলবার দুপুর পৌনে ১২টায়

ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে বের হয়ে গ্রাহক দেখতে পান, ব্যাগের চেইন খোলা এবং ব্যাগের ভেতরের টাকা উধাও।
ওই ব্যাংক থেকে দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের পশ্চিমপাড়া প্রবাসী মাহববুর রহমানের স্ত্রী মোসা. পারভিন আক্তার স্থানীয় অগ্রণী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ৫০ জারহা টাকা উত্তোলন করে ব্যাংকের দরজায় এসে দেখেন তার ব্যানিটি ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরের টাকা উধাও। তাৎক্ষনিক ব্যাংক ব্যবস্থাপককে বিষয়টি অবিহিত করে ওই নারী ৯৯৯-এ কল করে ঘটনাটি জানান।

খবর পেয়ে দেবিদ্বার থানার এসআই রেজোয়ান হক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোসা. পারভিন আক্তার জানান, বাড়ি সংস্কারের বকেয়া টাকা পরিশোধের জন্য তার প্রবাসী স্বামী ৫০ হাজার পাঠান। ওই টাকা ব্যাংক থেকে তুলে বিদ্যুৎবিল পরিশোধ করেন তিনি।

পরে বাকি টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় ভ্যানিটি ব্যাগে হাত দিয়ে লক্ষ্য করেন তার ব্যাগের চেইন খোলা পান এবং ব্যাগে কোনো টাকা নেই।

অগ্রণী ব্যাংক লিমিটেড দেবিদ্বার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শরিফুল আলম ভূঁইয়া বলেন, ‘বিষয়টি শুনেই সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি। ঘটনাটি পৌনে ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ব্যাংকের ভেতরেই ঘটতে পারে। ওই নারীর পাশ ঘেঁষে থাকা একাধিক বোরখা পরা নারী দাঁড়ানো ছিলেন।

এ ব্যাপারে তদন্তে আসা দেবিদ্বার থানার এসআই রেজোয়ানুল হক বলেন, ‘আমরা ৯৯৯-এ খবর পেয়ে এসেছি। ঘটনাটি তদন্ত করছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা করব।নামার সময় ভ্যানিটি ব্যাগে হাত দিয়ে লক্ষ্য করেন তার ব্যাগের চেইন খোলা পান এবং ব্যাগে কোনো টাকা নেই।

অগ্রণী ব্যাংক লিমিটেড দেবিদ্বার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শরিফুল আলম ভূঁইয়া বলেন, ‘বিষয়টি শুনেই সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি। ঘটনাটি পৌনে ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ব্যাংকের ভেতরেই ঘটতে পারে। ওই নারীর পাশ ঘেঁষে থাকা একাধিক বোরখা পরা নারী দাঁড়ানো ছিলেন।

এ ব্যাপারে তদন্তে আসা দেবিদ্বার থানার এসআই রেজোয়ানুল হক বলেন, ‘আমরা ৯৯৯-এ খবর পেয়ে এসেছি। ঘটনাটি তদন্ত করছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা করব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি