শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


লোহিত সাগরে ভূপাতিত ২১ ড্রোন-ক্ষেপণাস্ত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০২৪


ডেস্ক রিপোর্ট:

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তবে এ গোষ্ঠীটির ২১ ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। বুধবার (৯ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার হুতিদের ছোড়া ২১ ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য মিলে লোহিত সাগরের দক্ষিণে আন্তর্জাতিক সমুদ্র চলাচলের পথ থেকে এগুলো ধ্বংস করা হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ নিয়ে লোহিত সাগরে ২৬তম বারের মতো আন্তর্জাতিক সমুদ্র চলাচলের পথে হামলা চালিয়েছে হুতিরা। গত ১৯ নভেম্বর থেকে গোষ্ঠীটি এ পথে জাহাজে হামলা চালিয়ে আসছে।

গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের সমর্থন জানিয়ে জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। তাদের হামলার কারণে বিভিন্ন কোম্পানি এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে তারা আফ্রিকা ঘুরে গন্তব্যে পৌঁছাচ্ছে।

বিদ্রোহী এ গোষ্ঠীটি গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত জাহাজে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এমনকি মার্কিন রণতরী তাদের লক্ষ্য করলে পাল্টা হামলার হুমকি দিয়েছে তারা।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ব্রিটিশ ও মার্কিন সেনাদের ভূপাতিত করা ড্রোন-ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ড্রোন রয়েছে। এ ছাড়া দুটি জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও একটি ব্যালিস্টিক মিসাইল রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি