রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের ১৪ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০২৪


স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নোয়াপাড়া পাসপোর্ট অফিস এলাকা থেকে পাসপোর্ট দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে পাসপোর্ট, ডেলিভারি স্লিপ, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার হয়। অভিযুক্তরা সেবাপ্রার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি-এর চেয়ে বেশি আদায় করতেন।

র‍্যাব ১১-এর কমান্ডার স্কোয়াড্রন লিডার কে এম মুনিরুল আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন নোয়াপাড়া পাসপোর্ট অফিস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মো. সাব্বির হোসেন, মো. সাফি মাহমুদ, মো. সুজন, তানজিদ হাসান, মো. জয়নাল আবেদীন, মো. ইমরুল হক, মো. আলী, মো. শাহাদাত হোসেন প্রিন্স, মোশারফ হোসেন সাকিব, মো. রনি, ফয়সাল আহমেদ ইমন, জহির আহম্মেদ, পারভেজ, সিয়ামুল ইসলাম সৈকতকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ৪টি পাসপোর্ট, ৮৭ সেট ডেলিভারি স্লিপ, ১২টি মোবাইল ফোন ও ১২ হাজার ৬০০ টাকাসহ পাসপোর্টসংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেপ্তারকৃত আসামিরা সবাই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তারা জানান, তারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে ভুক্তভোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত রেটের চেয়ে বেশি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি