রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা গোমতী নদীর উপর নান্দনিক রূপে বাঁশের ব্রিজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০২৪

শাহ ইমরান:

আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় গোমতী নদী পারাপারের জন্য তৈরি করা হয়েছে নন্দনিক এক বাঁশের ব্রিজ।

এই ব্রীজ টি তৈরি হওয়ায় গোলাবাড়ি, সুবর্ণপুর, বারাইপুর, সাহাপুর, ঝাড়খন্ডল, জালুয়াপাড়া এছাড়া জগন্নাথপুর ইউনিয়নের অরন্যপুর, গাজীপুরের সাধারণ লোকদের নদী পারাপারের জন্য অনেক সুবিধার হয়েছে।

বাঁশের ব্রীজ তৈরি করেছেন পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ির বাসিন্দা মো: আব্দুল মান্নান ভূঁইয়া।

আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, আমাদের বাস্তব ইউনিয়নের এবং জগন্নাথপুর ইউনিয়নের লোকদের পারাপারের এক সেতুবন্ধন তৈরি হয়েছে। এছাড়া কৃষকদের জমি চাষাবাদের জন্য বিভিন্ন উপকরণ আনা নেওয়ার জন্য তিন থেকে চার কিলোমিটার রাস্তার দূরত্ব কমে গেছে।আমি আমাদের ইউনিয়নের লোকদের কথা ভেবে আমার নিজ উদ্যোগে নিজ খরচেই ব্রীজটি তৈরি করেছি।ব্রীজ টি দিয়ে পারাপারের জন্য খরছ হিসাবে নেওয়া হয় প্রতি জন ১০ টাকা।

ব্রীজটি তৈরি করতে তিনজন শ্রমিক একমাস কাজ করতে হয়েছে। শ্রমিক মজুরি খরচ ও খাওয়া খরছ হয়েছে প্রায় ১ লাখ টাকা। বড়গ বাঁশ ৪০০ পিছ,রসি ৩০ কেজি,পেরেগ ২৪ কেজি,গোনা তার ২০ কেজি,বেড়া ২০ হাজার টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি