শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুটি ব্রিক ফিল্ডকে ৮ লাখ টাকা জরিমানা


কুমিল্লা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুটি ব্রিক ফিল্ডকে ৮ লাখ টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০২৪


শাহ ইমরান:

কুমিল্লা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চান্দিনায় দুটি ব্রিক ফিল্ডকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এবং চান্দিনা উপজেলা প্রশাসন এর সহযোগিতায় চান্দিনা উপজেলায় অবস্থিত মেসার্স মমতাজ ব্রিকস-২ কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৫ (২), ৮(৩) ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় ৪ লক্ষ টাকা ও মেসার্স হাজী ব্রিকস কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৫ (২), ৮(৩) ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় ৪ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

অভিযানকালে ইটভাটাগুলোর কিলন ভেঙ্গে ফেলা হয় এবং পানি দিয়ে আগুন নিভানো হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেছেন চান্দিনা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনী ৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি