কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার আটক করে।
গত ১৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর মধ্য পাড়ার মৃত. লুতু মিয়ার বাড়িতত মোঃ জাহাঙ্গীর হোসেনের (৪০) বসত ঘরের ভিতরে হতে ৫৪ কেজি গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর হোসেনকে আটক করে।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।