শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নোবিপ্রবিতে বগুড়া জেলার ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে আনিছ , স্বাধীন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০২৪

মো: নওফেল আলম, নোবিপ্রবি :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে ট্যূরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর ১৪ তম আবর্তনের শিক্ষার্থী আনিছুল হককে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে ব্যবসায় প্রশাসন ১৪ তম ব্যাচের স্বাধীন আহমেদকে।

সোমবার ১৯ ফেব্রুয়ারী সংগঠনটির সদ্য সাবেক সভাপতি কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়ার যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রদান করা হয়।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন,সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সাকিব, সহ-সভাপতি পদে মো: আব্দুল মমিন , মোঃ গোলাম কিবরিয়া, পিয়াস মোহন্ত, রাফিয়া পাফিন, ফয়সাল আবেদীন, জাহিদ হাসান, আমানুল্লাহ আশিক,
এস. এম. ইসলাম রাহী।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাকিবুল, মো: মারুফ খান, এস. এম ফাহিম, মো: ফয়সাল আবু রাজিব, মেহেদী হাসান,রাহাত হুসাইন, ফারহান ইশরাক।

প্রচার বিষয়ক সম্পাদক পদে শাহরিয়ার খান অপূর্ব, মেহেদি হাসান শুভ, নাফিস ইমতিয়াজ ,
এম. এইচ রকি বাবু।

দপ্তর সম্পাদক পদে শাহরিয়ার পারভেজ,রাফিয়া তামান্না, মো: সুমন।উপ-দপ্তর সম্পাদকঃ আবু মুসা নয়ন, কামিবুলআলম কাব্য,শিহাব হোসেন। অর্থ বিষয়ক সম্পাদক পদে সামিউল ইসলাম,আনিকা তাসনিম, আশরাফি জাহান, মোঃ তাজমিলুর রহমান সিফাত।

তথ্য ও প্রযুক্তিও ধর্ম বিষয়ক সম্পাদকঃ নাফিজ কবির, শাকিল আহম্মেদ,হুমায়রা আফিফা,আনিকা নওমি।

সদস্য পদে রাগিবুল গনি রিহান, রিমন কুমার, পারভেজ খান, জান্নাতুন নাইম জ্যোতি, শিহাব সীমান্ত।

সংগঠনটির নতুন সভাপতি আনিছুল হক বলেন, শিক্ষার্থীদের কল্যানে কাজ করে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক স্বাধীন আহমেদ বলেন, নতুন নেতৃত্ব পাওয়া মানেই, নতুন দায়িত্ববোধ। উপদেষ্টামন্ডলী, পূর্ববর্তী কমিটির নেত্রীবৃন্দ, সিনিয়রসহ বর্তমানে অধ্যায়নরত সকলের সহায়তা ও পরামর্শ নিয়ে বগুড়া জেলার শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করব।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলার শিক্ষার্থীদের যাবতীয় সহযোগিতা ছাড়াও বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন সময় শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি