শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নোবিপ্রবিতে হাল্ট প্রাইজের এবারের চ্যাম্পিয়ন টিম ‘ক্লিওপেট্রা’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০২৪

মো:-নওফেল আলম , নোবিপ্রবি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পঞ্চমবারের মতো আয়োজিত হওয়া ‘হাল্ট প্রাইজ’ ২০২৪ এর অন ক্যাম্পাস রাউন্ডের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ) রাতে অনলাইনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের হাল্ট প্রাইজের থিম ছিলো আনলিমিটেড। ফাইনালে অংশগ্রহণকারী পাঁচ টিমের মধ্য থেকে চ্যাম্পিয়ন হয় টিম ‘ক্লিওপেট্রা’ এবং রানারআপ হয় টিম ‘চেঞ্জ কেটালিস্ট’।

উক্ত ফাইনালে বিচারকের দায়িত্ব পালন করেন তারিফ মোহাম্মদ খান, ইসমাত জাহান লিসা, রাশিক হাসান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজের কান্ট্রি কো-অর্ডিনেটর মোঃ আমদাদুল হক রাফি।

হাল্ট প্রাইজ প্রতিযোগীতার প্রিলিমিনারি রাউন্ডে ২৩ টি টিম অংশগ্রহণ করে। প্রিলিমিনারি রাউন্ডে নির্বাচিত ১৩ টি টিম সেমিফাইনালে অংশগ্রহণ করে এবং চূড়ান্ত ৫ টি টিম ফাইনালের জন্য নির্বাচিত হয়। চ্যাম্পিয়ন দলের বিজনেস মডেলটি ছিলো জ্বালানি কাঠের পরিবর্তে পরিবেশ বান্ধব জৈব জ্বালানি বায়োইথানলের ব্যবহার।জ্বালানি হবে অন্যান্য জ্বালানীর তুলনায় নিরাপদ, টেকসই ও সাশ্রয়ী।

চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলো সাইফুল ইসলাম রনি, আবু সাইদ ও আফরিন হোসেন মিথালা। তারা সবাই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমেস বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী। চ্যাম্পিয়ন টিম ‘ক্লিওপেট্রা’ ভারতের মুম্বাইয়ে রিজিওনাল রাউন্ডে নোবিপ্রবির প্রতিনিধিত্ব করবে ।

সামনের পরিকল্পনা সম্পর্কে চ্যাম্পিয়ন টিম বলেন, “হাল্ট প্রাইজের পুরোটা সময় জুড়েই ছিলো শেখার মতো অনেক কিছু। রিজিওনাল রাউন্ডের জন্য ইতেমধ্যেই আমরা পরিকল্পনা শুরু করেছি। আমরা বিশ্ববিদ্যালের কিছু অধ্যাপকের সাথে বিজনেস মডেলটি নিয়ে আলোচনা করবো এবং আমরা আশাবাদী এপ্রিলের আগেই আমরা প্রাথমিক ভাবে পরীক্ষা শুরু করতে পারবো। সব কিছু ঠিকঠাক থকলে আশা করি আমরা রিজিওনাল রাউন্ডেও জিততে পারবো।

নোবিপ্রবিতে হাল্ট প্রাইজের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো নোবিপ্রবি সাংবাদিক সমিতি ও আরটিভি। এছাড়াও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিলো ইয়ং প্রোফেশনালস এসোসিয়েশন অব বাংলাদেশ (YPAB)

উল্লেখ্য,স্টার্ট আপ বিজনেস শুরু করার জন্য ‘হাল্ট প্রাইজ’ একটি অন্যতম মাধ্যম। যুব সমাজকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে উদ্যোগী হিসেবে গড়ে তুলতে হাল্ট প্রাইজ পৃথিবী জুড়ে বিখ্যাত। এটি ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’ হিসেবে খ্যাত।বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘হাল্ট প্রাইজ’ বিশ্বের বৃহত্তম বিজনেস আইডিয়া কম্পিটিশন। বাংলাদেশসহ পৃথিবীর ১২১ টি দেশের প্রায় ১৫০০ ক্যাম্পাসে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০১০ সাল থেকে প্রতি বছর জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি হয়ে আসছে যা মূলত বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত সমস্যাকে একটি টেকসই ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সমাধান করার চেষ্টা করে। প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয় যেমন- হার্ভার্ড, ক্যামব্রিজ, সাউথ ক্যালিফোর্নিয়াসহ নানা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে থাকে। যার মাধ্যমে জাতিসংঘের চিহ্নিত সমস্যার সমাধান এবং তা বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়িক পরিকল্পনার জন্য ১ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি টাকা) পুরস্কার দেওয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি