শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দুদকের মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০২৪


ডেস্ক রিপোর্ট:

শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

আত্মসাৎ মামলায় আত্মসমর্পণ করতে আদালতে ড. ইউনূস

এর আগে এদিন সকালে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন।

আদালতে হাজিরা দিতে এর আগে বেলা সোয়া ১টার দিকে আদালত প্রাঙ্গণে যান ড. ইউনূস। সেখানে স্টার হোটেলে নাস্তা করেন। এরপর সোয়া ২টার দিকে তিনি আদালতে প্রবেশ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি