রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী করা হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী


অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী করা হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০২৪


ডেস্ক রিপোর্ট:

অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ যুগোপযোগী করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু৷

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী উদ্যানে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর বাণিজ্য মন্ত্রণালয়ের সেশন শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয় থেকে মূলত প্রস্তাবনা ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কীভাবে তারা ভূমিকা রাখতে পারে। তাদের (ডিসিদের) পক্ষ থেকে একটি প্রস্তাব ছিল ১৯৫৬ সালের এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট যুগোপযোগী করা।

তিনি আরও বলেন, আমরা অতি দ্রুত বিভাগে কমিশনার এবং জেলা প্রশাসকদের নিয়ে একটা মিটিং করে এই আইনটাকে কীভাবে আরও যুগোপযোগী করা যায় এবং পণ্যের তালিকাটাকে কীভাবে আরও সুন্দর করা যায়, এটা আমরা অচিরেই করব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি