শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় স্ট্যান্ড নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে ছাত্রদল কর্মী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০২৪

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দু গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় জুম্মার নামায শেষে বাড়ি ফেরার পথে অর্ণব নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। গুলিবিদ্ধ হয় দুই গ্রুপের আরো ৪ জন ।

নিহত অর্ণব (৩০) সদরের শাসনগাছা মধ্যমপাড়া এলাকার আজহার মিয়ার ছেলে।নিহত অর্ণব ছাত্রদল কর্মী। সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র। আহতদের মধ্যে নাজমুল,অনিক ও নিশুসহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সদস্য।

স্থানীয় একাধিক সূত্র জানায়, শাসনগাছা মধ্যমপাড়া এলাকার আবুল কাশেম বাহিনী ও শাসনগাছা মোল্লা বাড়ির রাব্বি আলাউদ্দিনদের মধ্যে লেগুনা স্টান্ডের দখল নিয়ে সংঘর্ষ হয়। এ সময় ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় নামায পড়ে বাড়ি ফেরার পথে অর্নব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় উভয় গ্রুপের আরো ৪ জন গুলিবিদ্ধ হয়।

স্থানীয় সূত্র আরো জানায়, মধ্যম পাড়ার আবুল কাশেমরা আ’লীগের রাজনীতির সাথে জড়িত। এক সময় তারা এই স্ট্যান্ডের দায়িত্বে ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাদেরকে সরিয়ে মোল্লা বাড়ির রাব্বি-আলাউদ্দিনদের দায়িত্ব দেয়। সেই থেকে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলমান। আজ আধিপত্য ও টাকা ভাগাভাগি নিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। কয়েকজন আহত রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি