শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কালিরবাজারে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন প্রায় ১ হাজার মানুষ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০২৪

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত ৩১ ফিল্ড এম্বুলেন্সের উদ্যোগে প্রায় ১ হাজার ২ শত স্থানীয় অসহায় ও দুস্থ মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়েছে ।

সোমবার (২৫ মার্চ ) সকাল ৯ টা থেকে কালিরবাজার এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়। তা সারাদিনব্যাপি চলে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে এবং কুমিল্লা সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি এর সরাসরি তত্ত্বাবধানে কালিরবাজার ইউনিয়নের চাইল্ড হ্যাভেন বিদ্যালয়ে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

৩১ ফিল্ড এম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ মেহেদী,এফসিপিএস এবং তার অধিনস্থ সুদক্ষ এবং অভিজ্ঞ সকল মেডিকেল টিম এর পরিচালনায় এখানে আনুমানিক ১ হাজার ২ শত রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবায় আরো অংশগ্রহণ করেছেন ৩১ ফিল্ড এম্বুলেন্সের ক্যাপ্টেন হাবীব, ক্যাপ্টেন নওশীন এবং ক্যাপ্টেন নীরা ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি