রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দাউদকান্দির ওসি মোজাম্মেল হোসেনের তৎপরতায় আইন-শৃঙ্খলার উন্নতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০২৪

জাকির হোসেন হাজারী :
কুমিল্লার দাউদকান্দি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির মোড় ঘুরিয়ে দিয়েছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মোজাম্মেল হোসেন। চলতি বছরের আইনশৃঙ্খলা সভার তথ্যমতে তিনি যোগদানের পর কমে গেছে মাদকের ভয়বহতা, খুন-খারাপি, অপহরণ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ চাঁদাবাজির ঘটনা। বর্তমান পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন উপজেলার সকল শ্রেনীর মানুষ। তার এ সফলতাকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের জনসাধারন।

সরেজমিনে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ করেই পাল্টে গেছে অপরাধ প্রবণ এ উপজেলার দৃশ্যপট। গা ঢাকা দিয়েছে অনেক অপরাধী। অপরাধীদের কেউ কেউ পেশা পাল্টে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে। পুলিশের কৌশলী ভূমিকার কারণেই ভেঙ্গে পড়েছে অপরাধীচক্রের নেটওয়ার্ক। আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

স্থানীয় সচেতন মহল বলছেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অসাধারণ ভূমিকা রয়েছে দাউদকান্দি থানা পুলিশের। বিশেষ করে থানার ওসি মোঃ মোজাম্মেল হোসেনের যোগদানের পর অপরাধ দমনে তার আন্তরিকতার প্রমাণ মিলেছে।

দাউদকান্দি সদর উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান শাহীন বলেন, দাউদকান্দি থানার বর্তমান অফিসার ইনচার্জ যোগদানের পর থেকে বদলে দিয়েছেন উপজেলার চিত্র। উপজেলার ১৫টি ইউনিয়নে পুলিশী তৎপরতা জোরদার থাকায় অতীতের তুলনায় অপরাধ কর্মকান্ডের সংখ্যা এখন অনেক কম।

উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব বলেন, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হোসেন দায়িত্ব গ্রহনের পর থেকে চোর, ডাকাত, মাদক, ইভটিজিং, নাশকতা সৃষ্টিকারীর বিরুদ্ধে যে ধরনের ভুমিকা নিয়ে কাজ করেছে তা অব্যশই প্রশংসনীয়। এ ছাড়াও এবারের ঈদযাত্রায় হাইওয়ে পুলিশের পাশাপাশি মডেল থানা পুলিশ চুরি ছিনতাই প্রতিরোধে উপজেলার আঞ্চলিক সড়ক গুলোতে তৎপরতা চোখে পড়ার মতো। থানা পুলিশের নিয়মিত টহলদলের সাথে গৌরীপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যরা প্রত্যন্ত গ্রামগুলোয় সার্বক্ষনিক টহল জোরদার করায় চোর ডাকাত ও মাদক কারবারিদের দৌরাত্ব উল্লেখযোগ্য ভাবে নেই বলে তিনি জানান।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হেসেন বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে আজীবন কাজ করে যাব। আসন্ন ইদুল ফিতর উপলক্ষে দাউদকান্দির সার্বিক আইন শৃংখলা ভাল রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন এই কর্মকর্তা ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি