মো: জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার :
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার ও তার পরিবার সহ পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্য দেবিদ্বারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
আগামী ২ এপ্রিল দেশত্যাগ করবেন এ উপলক্ষে শনিবার বিকেলে রোশন আলী মাস্টারের পৌর সদর বাসভবনে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একে শফিউদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম মেহেদি হাসান বুলবুল, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার পৌরসভার মেয়র মো: সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী ও জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য শিরিন সুলতানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, সাবেক ছাত্র লীগ আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল সহ আরো অনেকে প্রমূখ।