স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সেনানিবাসে ৩য় এস কিউ গ্রুপ “বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী উদযাপন” কাপ গলফ টুর্ণামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মে) ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ৩য় এস কিউ গ্রুপ “বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী উদযাপন” কাপ গলফ টুর্ণামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্টে সর্বমোট শতাধিক গলফার অংশগ্রহণ করেন।
উদ্বোধনী এবং টুর্ণামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি।
উদ্বোধনী এবং টুর্ণামেন্ট শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস কিউ গ্রুপের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন।