স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বল হাতে আলো ছড়ানোয় র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদের। এই সংস্করণের বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা ২৬তম স্থানে জায়গা করে নিয়েছেন ডানহাতি এই পেসার।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এগিয়েছেন শেখ মেহেদি হাসান। আর ব্যাটসম্যানদের মধ্যে অগ্রগতি হয়েছে অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও তাওহিদ হৃদয়ের।
পাঁচ ম্যাচের সিরিজটি এরই মধ্যে জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচের জয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। চট্টগ্রামে অনুষ্ঠিত ওই তিন ম্যাচে দারুণ বোলিং করেন তাসকিন। ৮.৮৩ গড় ও ওভারপ্রতি ৪.৪১ রান দিয়ে মোট ৬ উইকেট নেন তিনি।
প্রথম ম্যাচে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেওয়া এই পেসার পরের ম্যাচে ১৮ রান খরচায় ধরেন ২ শিকার। মঙ্গলবার তৃতীয় ম্যাচে ২১ রান দিয়ে তার প্রাপ্তি ছিল একটি। এই পারফরম্যান্সে ছয় ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন তাসকিন।
দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে মেহেদির অগ্রগতিও ছয় ধাপ। নিউ জিল্যান্ডের টিম সাউদির সঙ্গে যৌথভাবে ২২তম স্থানে তিনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে এখন সবার ওপরে এই অফ স্পিনার।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে এই তালিকায় উন্নতি করেছেন ব্লেসিং মুজারাবানি। সিরিজের এখন পর্যন্ত ৪ উইকেট নেওয়া এই পেসার পাঁচ ধাপ এগিয়ে আছেন ৬৯তম স্থানে। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে আগের মতো সবার ওপরে ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রাশিদ।