শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


এবারের হজ মৌসুমে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোনে পরিবহন সেবা পাবেন হজযাত্রীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৫.২০২৪

আন্তর্জাতিক

সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকবিষয়ক মন্ত্রী সালেহ আল-জাসের গতকাল বৃহস্পতিবার মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি হজযাত্রীদের স্বাগত জানান

হজযাত্রীদের জন্য এবার বেশ কিছু ব্যতিক্রমী সেবার ব্যবস্থা করেছে সৌদি আরব। এবারের হজ মৌসুমে তারা উড়ন্ত টেক্সি ও ড্রোনে করে যাতায়াত করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার মদিনায় অবতরণ করা বিদেশি হজযাত্রীদের স্বাগত জানিয়েছে এ তথ্য জানান সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকবিষয়ক মন্ত্রী সালেহ আল-জাসের।

তিনি বলেন, ‘পরিবহবন ব্যবস্থার চরম উন্নতির পর উড়ন্ত ট্রেক্সির এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

আগামীতে পরিবহন ব্যবস্থায় এ সেবা দিতে অনেক বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এ ধরনের পরিবহন পরিচালনায় প্রযুক্তি ও উপযুক্ত পরিবেশ সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। এবারের হজ মৌসুমে এমন পরিবহন পরীক্ষামূলক চলবে।’

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি