রবিবার,২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » কোপা আমেরিকায় মেক্সিকোর দলে নেই ৫ বিশ্বকাপের অভিজ্ঞ ওচোয়া


কোপা আমেরিকায় মেক্সিকোর দলে নেই ৫ বিশ্বকাপের অভিজ্ঞ ওচোয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০২৪

স্পোর্টস ডেস্ক:

দেড় যুগ ধরে মেক্সিকোর গোলবার সামলাচ্ছেন গিলের্মো ওচোয়া। খেলেছেন ৫টি ফুটবল বিশ্বকাপ। তবে আসন্ন কোপা আমেরিকায় মেক্সিকোর স্কোয়াডে জায়গা হয়নি বিশ্বস্ত ও কিংবদন্তি এই গোলকিপারের।

গতকাল শুক্রবার কোপা আমেরিকা উপলক্ষে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মেক্সিকো। সেখানে ওচোয়াকে রাখেননি মেক্সিকো কোচ খাইমে লোসানো। টুর্নামেন্ট শুরুর আগে এই স্কোয়াড থেকেই চূড়ান্ত দল বেছে নেবেন মেক্সিকো কোচ।

২০০৫ সালে মেক্সিকোর হয়ে অভিষেক হয় ওচোয়ার। ২০০৬ বিশ্বকাপে প্রথমবার যান ওচোয়া। যদিও তখন দলের মূল গোলকিপার ছিলেন না তিনি। এরপর সর্বশেষ কাতার বিশ্বকাপ পর্যন্ত বিশ্বস্ততার সঙ্গে মেক্সিকোর গোলবার সামলান ওচোয়া। এখনও খারাপ ফর্মে নেই তিনি। তবে ভবিষ্যতের কথা চিন্তা করেই ওচোয়াকে বাদ দিয়েছেন লোসানো।

২০২৬ সালে কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো। সেই আসরকে সামনে রেখে শক্তিশালী দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন লোসানো। এ কারণে ৩৮ বছর বয়সী ওচোয়াকে বাদ দিয়েছেন।

আগামী ২১ জুন কোপা আমেরিকা শুরু হবে। টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে পড়েছে মেক্সিকো। এই গ্রুপের অন্য দলগুলো হচ্ছে ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকা।

মেক্সিকোর ৩১ সদস্যের স্কোয়াড

গোলকিপার: লুইস মালাগন, হুলিও গঞ্জালেস, রাউল র‍্যানগেল।

ডিফেন্ডার: ব্রায়ান গার্সিয়া, সিজার মন্তেস, ভিক্টর গুজমান, হোর্হে সানচেজ, ইসরায়েল রেয়েস, অ্যালেক্সিস পেনা, জেরার্দো আরতেয়াগা, ব্রায়ান গঞ্জালেস, হোয়ান ভাসকুয়েজ, হোর্হে ওরোজোকো।

মিডফিল্ডার: এরিক সানচেজ, ওরবেলিন পিনেদা, রবার্তো আলভারদো, এডসন আলভারেজ, লুইস রোমো, জর্ডান কারিল্লো, লুইস শাভেজ, আন্দ্রেস মন্তানো, কার্লোস রদ্রিগেজ, ফার্নান্দো বেলত্রান।

ফরোয়ার্ড: হুলিয়ান কুইনোনেস, গিলের্মো মার্তিনেজ, মার্সেলো ফ্লোরেস, সিজার হুয়ের্তা, সান্তিয়াগো হিমিনেজ, ইউরিয়েল আন্তুনা,অ্যালেক্সিস ভেগা, ডিয়েগো লেইঞ্জ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি