বুধবার,৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ


কোপাতে শুরুর একাদশেই মেসিকে চায় আর্জেন্টিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০২৪

স্পোর্টস ডেস্ক:

আসন্ন কোপা আমেরিকায় শুরু থেকেই লিওনেল মেসিকে দলে পেতে চায় আর্জেন্টিনা। এ জন্য সবশেষ ম্যাচেই মেসিকে বদলি হিসেবে নামানো হয়েছিল। এই মহাতারকাকে নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি আশা করছেন, কোপা লড়াইয়ে নামার আগে গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে পুরোটা সময় খেলবেন মেসি।
অনেকটা সময় পেশির চোট ভুগেছেন মেসি। ফলে ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেননি বেশ কিছু ম্যাচেও।

শুক্রবার সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, মেসির বর্তমান শারীরিক কন্ডিশন বেশ ভালো। তবে সামনের প্রস্ততি ম্যাচে কতো মিনিট খেলবে তা নির্ভর করবে মেসির শারীরিক সক্ষমতার ওপর।

আগামী শুক্রবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি