শুক্রবার,১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


নাটকীয়ভাবে হেরে ক্ষুব্ধ আর্জেন্টিনার কোচ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০২৪


স্পোর্টস ডেস্ক:

অলম্পিকি গেমসের প্রথম ম্যাচে মরক্কোর কাছে নাটকীয়ভাবে হেরে গেছে র্আজন্টেনিা। শুরুতে দুই গোলে পিছিয়ে থাকলওে পরে ঠকিই সেটি শোধ করে তারা। শষে গোলটি আসে দ্বিতীয়ার্ধের অতরিক্তি সময়রে ১৬ মিনিটে মেদিনার ক্রস্তিয়িান পা থকে।

এর মধ্যে র্দশকরা বারবার মাঠে ঢুকে পড়ছলিনে। তাতে খলো বন্ধ করে দনে রফোর। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবার খলো শুরু হয় তনি মনিটিরে জন্য। তখন ভএিআর জানায়, র্আজন্টেনিার দওেয়া দ্বিতীয় গোলটরি বল্ডি আপরে সময় অফসাইড ছলিনে ব্রুনো আমোন।

খলোর বাকি তনি মনিটি হয়ছেলি র্দশকশূন্য মাঠ। ম্যাচ শুরুর প্রায় চার ঘণ্টা পর শষে হয়। এমন অদ্ভূত নাটকীয় ম্যাচ হাররে পর নজিরে ক্ষুব্ধ প্রতক্রিয়িা জানয়িছেনে র্আজন্টেনিা অলম্পিকি দলরে কোচ হাভয়িরে মাশ্চরোনো।

তিনি বলনে, ‘মাঠে যেটা হয়ছে, সেটা একটা কলঙ্ক। এটা তো পাড়ার র্টুনামন্টে না, অলম্পিকি! তারা কীভাবে দ্বিতীয়ার্ধে সাতবার খলো বন্ধ করতে পারে কবেল এই জন্য য, র্দশকরা মাঠে ঢুকে পড়ছে! দ্বিতীয় অথবা তৃতীয়বারইে আপনাকে কোনো একটা সদ্ধিান্ত নিতে হতো। ’

‘ম্যাচ নরিাপত্তার জন্য স্থগতি করা হয়ছেলি। কখনোই আমাদের এ ব্যাপারে জানানো হয়নি (অফসাইড গোল)। অলম্পিকিরে অফশিয়িাল পজে থেেক ম্যাচরে ফল ২-২ হিসেবে পোস্ট করা হয়ছে। এরপর আমাদের আর নতুন কছিু বলা হয়ন, আমরা পরে নানা নতুন ব্যাপার শুনতে শুরু করছে। রেফারি কখনোই আসনেন, আমাদরে কোনো ব্যাখ্যা দনেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি