স্পোর্টস ডেস্ক:
চলতি বছর আইপিএলের পরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা দিয়েছিলেন দীনেশ কার্তিক। তবে আড়াই মাস যেতে না যেতেই সিদ্ধান্ত পাল্টে ফেললেন ভারতের সাবেক ক্রিকেটার। তিনি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে (এসএটি২০) খেলবেন।
কার্তিক এসএটি২০’র পার্ল রয়্যালসের হয়ে খেলার কথা ঘোষণা দিয়েছেন। তিনি আসরটির প্রচার দূতও হয়েছেন।
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই প্রতিযোগিতায় খেলবেন ৩৯ বছর বয়সী কার্তিক। এতদিন তিনি আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছিলেন। আর প্রথম ভারতীয় হিসেবে তিনি এসএটি২০-তে খেলবেন।
পার্লের দেওয়া একটি বিবৃতিতে কার্তিক বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় খেলা এবং ঘুরতে আসার অনেক স্মৃতি রয়েছে। যখন আমার কাছে সুযোগটা এল তখন না করতে পারিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার সুযোগ হাতছাড়া করতে চাইনি। রয়্যালসের হয়ে এই প্রতিযোগিতা জেতার জন্য উত্তেজিত।’