বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


বেগম খালেদা জিয়ার পাঁচ মামলায় খালাস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৯.২০২৪

বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়ার পাঁচ মামলায় খালাস

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাঁচটি মামলা থেকে খালাস পেয়েছেন। এর মধ্যে দুটি মামলা ছিল তার জন্মদিন পালনের ঘটনাকে কেন্দ্র করে এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করার অভিযোগে। বাকি তিনটি ছিল মানহানির মামলা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিএমএম আদালতের বিচারক মাহবুব আলম ও তোফাজ্জল হোসেন এই রায় ঘোষণা করেন।

বেগম খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ভুয়া জন্মদিন পালনসহ মানহানির পাঁচটি মামলায় খালাস চেয়ে আদালতে আবেদন করেন। রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

মাসুদ আহমেদ তালুকদার জানান, চার বছর আগে মামলাগুলোর বাদী মৃত্যুবরণ করায় খালেদা জিয়া এসব মামলায় খালাস পেয়েছেন।

অন্যদিকে, সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি ৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে যান। সেই বছরের অক্টোবরে হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর করে। এরপর, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার আরও সাত বছরের সাজার আদেশ হয়। ওই সময় তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে ছিলেন। এ ছাড়াও, বিএনপি প্রধানের বিরুদ্ধে মানহানি ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি