বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কঙ্গোতে জেল থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে নিহত ১২৯


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৯.২০২৪

জেল থেকে পালানোর চেষ্টা

কঙ্গোতে জেল থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে নিহত ১২৯

আন্তর্জাতিক ডেস্ক:

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) রাজধানী কিনশাসার কেন্দ্রীয় মাকালা কারাগারে পালানোর চেষ্টা করার সময় ১২৯ জন বন্দি নিহত হয়েছেন। গতকাল এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ডিআরসি কর্তৃপক্ষ, যার বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

ডিআরসির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকো এক বিবৃতিতে জানান, সোমবার অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে বন্দিরা পালানোর চেষ্টা করে। এতে কারাগারের প্রশাসনিক দপ্তরসহ হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, সতর্ক করার পর গুলি চালানোয় ২৪ জনসহ মোট ১২৯ জন নিহত হয়েছে। এছাড়াও, অন্তত ৫৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শাবানি লুকো এ ঘটনায় উল্লেখযোগ্য পরিমাণে সম্পত্তির ক্ষয়ক্ষতি হওয়ার কথাও জানান।

মাকালা কারাগার ডিআরসির সবচেয়ে বড় কারাগার, যা প্রায় দেড় হাজার কয়েদীর জন্য তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে এখানে ১৪ থেকে ১৫ হাজার বন্দি রয়েছে, যাদের অধিকাংশই বিচারাধীন বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ডিআরসি সম্পর্কিত সর্বশেষ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ডিআরসির প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষেবার সঙ্গে একটি সংকটকালীন বৈঠক করেছেন শাবানি লুকো এবং জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালেও মাকালা কারাগারে বন্দি পালানোর ঘটনা ঘটেছিল, যখন সশস্ত্র ব্যক্তিদের হামলায় ৪ হাজারের বেশি বন্দি পালিয়ে যায়।

বর্তমানে চীনে সরকারি সফরে অবস্থানরত কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি এখনো এই ঘটনাটি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে ন্যায়বিচার বিষয়ক মন্ত্রী কনস্ট্যান্ট মুতাম্বা এই হামলাকে ‘পরিকল্পিত অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি