মসজিদে ঢুকে মুসলিমদের হত্যা করবেন ভারতের নীতেশ রানে
ভারতের বিজেপি দলের বিধায়ক নীতেশ রানে সম্প্রতি একটি সভায় মসজিদে ঢুকে মুসলিমদের হ’ত্যার হু’মকি দিয়েছেন। আহমেদনগরের ওই সভায় তিনি বলেন, “রামগিরি মহারাজের বিরুদ্ধে কেউ কিছু বললে, আমরা মসজিদে ঢুকে মুসলিমদের হ’ত্যা করব। এটা মনে রাখবে।”
এই বক্তব্যের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, আহমেদনগর পুলিশ নীতেশ রানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে। যদিও প্রথমে পুলিশ এই বিষয়ে সাড়া দেয়নি, তবে ব্যাপক জনরোষের মুখে পড়ে তারা অবশেষে ব্যবস্থা নিতে বাধ্য হয়।
এদিকে, আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) এই বক্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেছেন, “রামগিরি মহারাজের মন্তব্যটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”
মিম দলের মুখপাত্র ওয়ারিশ পাঠানও উদ্বেগ প্রকাশ করেছেন, “আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতেশ রানে প্রকাশ্যে মুসলিমদের হ’ত্যার হুমকি দিচ্ছেন, যা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর একটি ষড়যন্ত্র। নীতেশ রানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।”
বিতর্কের পর বিজেপি দল জানিয়েছে, নীতেশ রানের এই বক্তব্য দলীয় মতামত নয়। দলের মুখপাত্র তুহিন সিনহা তার বক্তব্যের নিন্দা করেছেন।
পুলিশ জানিয়েছে, নীতেশ রানের বিরুদ্ধে অপরাধমূলক ভীতি প্রদর্শন, শান্তি বিঘ্নিত করার চেষ্টা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে।