বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতীয় দুটি কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০২৪

ভারতীয়

ভারতীয় দুটি কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্টঃ

রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পে জড়িত থাকার অভিযোগে ভারতীয় দুটি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার চাপ বৃদ্ধি এবং রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি সীমিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজারবাইজানের সংবাদমাধ্যম নিউজ ডট এজেডের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার আওতায় পড়া ভারতীয় দুটি কোম্পানি হলো গোটিক শিপিং কোম্পানি এবং প্লিও এনার্জি কার্গো শিপিং। মার্কিন ট্রেজারি বিভাগ এই কোম্পানিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এবং তাদের সম্পত্তি জব্দ করার কথা জানিয়েছে। তবে ক্রুদের নিরাপত্তার কথা বিবেচনা করে চলতি বছরের ৬ নভেম্বর পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, গোটিক শিপিং এবং প্লিও এনার্জি কার্গো শিপিং কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কারণ তারা রাশিয়ার নোভাটেকের ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পের সঙ্গে জড়িত ছিল। এ পদক্ষেপ রাশিয়া থেকে এলএনজি রপ্তানি সীমিত করার প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া হয়েছে, যা রাশিয়ান অর্থনীতির ওপর নিষেধাজ্ঞার চাপ বাড়াতে সহায়ক হবে।

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র আর্কটিক এলএনজি-২ প্রকল্পের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরবর্তীতে, রুশ এলএনজি প্রকল্পে সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। বর্তমানে রাশিয়ান এলএনজি রপ্তানি বন্ধ করতে ব্যবহৃত ট্যাংকারগুলোও নজরদারির আওতায় আনা হচ্ছে।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নও তাদের বন্দর দিয়ে রুশ এলএনজি পরিবহণে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে, যা ২০২৫ সালের বসন্তে কার্যকর হতে পারে। এই উদ্যোগের অংশ হিসেবে রাশিয়ার আর্কটিক এলএনজি-২ এবং মারমানস্ক এলএনজির মতো প্রকল্পগুলোতে বিনিয়োগ এবং পরিষেবা সরবরাহে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করা হবে।

এই নিষেধাজ্ঞা ভারতীয় শিপিং কোম্পানিগুলোর কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে, বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে। বহু বছর ধরে নয়াদিল্লি এবং মস্কো জ্বালানি খাতে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখেছে, কিন্তু এই নিষেধাজ্ঞা ভারতীয় কোম্পানিগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের গতিশীলতায় বাধা সৃষ্টি করতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি