বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৯.২০২৪

ভয়াবহ বিস্ফোরণেইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জন

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে একটি কয়লা খনিতে ঘটে যাওয়া ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। শনিবার রাতে, স্থানীয় সময় প্রায় ৯টার দিকে, প্রদেশটির তাবাস শহরের একটি খনিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বিস্ফোরণের কারণে কমপক্ষে ৫১ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং আরও ১৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য বিশাল এক অভিযান চালানো হচ্ছে। ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়, তবে এটি ধারণা করা হচ্ছে যে, খনির অভ্যন্তরে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে।

এই দুর্ঘটনা ইরানে কয়লা খনির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, কারণ দেশটির খনি শিল্পে নিরাপত্তা মান নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি