বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম গুমের অভিযোগ


শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম গুমের অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৯.২০২৪

আন্তর্জাতিক অপরাধশেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম গুমের অভিযোগ

 

ডেস্ক রিপোর্ট:

একজন ব্যবসায়ীকে ডিবি অফিসে তুলে নিয়ে ১০ দিন ধরে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

সোমবার এই অভিযোগ জমা দেওয়া হয়। একইসঙ্গে অভিযোগে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে যত গুমের ঘটনা ঘটেছে, সেগুলোরও তদন্ত হওয়া উচিত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তার বিরুদ্ধে দেড় শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। কিছু অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও জমা পড়েছে। তবে এবার প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ সেই ট্রাইব্যুনালে দাখিল হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি