বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনের মৃত্যু, আহত ৩০০ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৯.২০২৪

বিমান হামলায়লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনের মৃত্যু, আহত ৩০০ জন

 

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

লেবাননের পাবলিক হেলথ এমার্জেন্সি অপারেশনস সেন্টার জানিয়েছে, আহতদের মধ্যে নারী, শিশু এবং স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনার ওপর হামলা চালানো হয়েছে বলে বিবিসির একজন প্রতিনিধি জানিয়েছেন। চলমান উত্তেজনার মধ্যে সোমবারের হামলাকে সবচেয়ে তীব্র বলে অভিহিত করা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হামাসের পক্ষ থেকে হাজার হাজার রকেট ছোঁড়া হয়, যার ফলে ইসরায়েলে ১,৪০০ জন নিহত হয়। এর পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর নিপীড়ন আরও বৃদ্ধি পায়। সামরিক অভিযানে ৪০,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ৯০,০০০-এরও বেশি, এবং অধিকাংশ হতাহতই বেসামরিক।

গাজায় ইসরায়েলি অভিযানের পর লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্ত নিয়ন্ত্রণ করছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যারা বেশ কয়েকবার হামলার হুমকি দিয়েছে। সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছে এবং কিছু লেবানিজ বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

এ অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি