বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব না: রুহুল কবির রিজভী


প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব না: রুহুল কবির রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০২৪

প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখেপ্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব না: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার সরকার প্রায় ২ হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। সেই আওয়ামী লীগের দোসররা এখনো প্রশাসনে রয়ে গেছে, যারা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে হাসিনাকে রক্ষা করেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর দক্ষিণখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জাহীদুজ্জামান তানভীরের স্মরণে আয়োজিত এক সভায় তিনি এই কথা বলেন।

রিজভী অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন, আওয়ামী লীগের দোসরদের প্রশাসনের বিভিন্ন পদ থেকে অপসারণ করতে হবে। তিনি আরও বলেন, বারবার জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে এবং ছাত্র-জনতার জীবন নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে। যাদের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে, তাদের বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না।

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে রিজভী বলেন, ভারতকে প্রভুত্বের মনোভাব বাদ দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি