বৃহস্পতিবার,২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » জুতা পরে মণ্ডপে প্রবেশ, ফটোসাংবাদিকদের ওপর চটে গেলেন কাজল


জুতা পরে মণ্ডপে প্রবেশ, ফটোসাংবাদিকদের ওপর চটে গেলেন কাজল


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০২৪

মণ্ডপে প্রবেশজুতা পরে মণ্ডপে প্রবেশ, ফটোসাংবাদিকদের ওপর চটে গেলেন কাজল

বিনোদন ডেস্ক:

মহাষ্টমীর দিন সকালেই মুখোপাধ্যায়দের পূজায় উপস্থিত হন বলিউড অভিনেত্রী কাজল। এদিন তিনি বেগুনি ও গোলাপি রঙের শাড়ি পরেছিলেন, চুলে ফ্রেঞ্চ নট বেঁধে পাশে গুঁজেছিলেন বাহারি ফুল। পূজামণ্ডপে পৌঁছে তাঁকে দেখা যায় পূজার নানা কাজে ব্যস্ত থাকতে। দায়িত্বের সঙ্গে পূজার কাজ সামলাচ্ছিলেন তিনি। তবে এর মধ্যেই রেগে গেলেন কাজল।

মুম্বাইয়ের মুখোপাধ্যায়দের বাড়িতে হইহুল্লোড় করে দুর্গোৎসব পালন করা হচ্ছে। কখনো অতিথি আপ্যায়ন, কখনো আবার ভোগ পরিবেশন করতে দেখা যায় কাজলকে। জানা যায়, কাজল রাগী স্বভাবের একজন মানুষ। এ বছরের দুর্গাপূজাতেও তাঁর রাগী মেজাজ প্রকাশ পেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পূজামণ্ডপে জুতা পরে আসা ফটোসাংবাদিকদের দেখে বিরক্ত হয়ে ওঠেন কাজল।

ভিডিওতে দেখা যায়, পূজার কাজে ব্যস্ত থাকা অবস্থায় হঠাৎ মেজাজ হারান কাজল। ফটোসাংবাদিকদের দিকে তাকিয়ে রাগত স্বরে বলেন, “যান, এখনই জুতা খুলে আসুন।” এরপর তিনি মাইকে ঘোষণা করেন, “জুতাগুলো বাইরে রেখে আসুন। এখানে পূজা হচ্ছে, সবাই দয়া করে শ্রদ্ধাটুকু বজায় রাখুন।”

এ সময় কাজলের পাশে ছিলেন তাঁর বোন তনিশা মুখোপাধ্যায় ও অভিনেত্রী আলিয়া ভাট। কাজলের রাগী আচরণ দেখে তাঁরাও কিছুটা বিস্মিত হন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের অনেকে মন্তব্য করেন যে, কাজল ঠিকই করেছেন। মন্দিরে জুতা পরে আসা কখনোই গ্রহণযোগ্য নয়।

তবে অনেকে আবার কাজলের এই আচরণ নিয়ে মজাও করেছেন। একজন নেটিজেন মন্তব্য করেন, কাজলের এই রাগী মেজাজ দেখে তাঁদের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের কথা মনে পড়ছে। জয়া বচ্চনকেও প্রায়ই সাংবাদিকদের ওপর রেগে যেতে দেখা যায়। ঘটনাচক্রে দুজনের শরীরেই বাঙালি রক্ত বইছে।

এ বছর মুখোপাধ্যায়দের পূজায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়া বচ্চনও। অন্যদিকে কাজলকে পূজার নানা কাজে সাহায্য করতে দেখা গেছে রানি মুখার্জিকে। এ ছাড়া পূজায় উপস্থিত ছিলেন অভিনেতা রণবীর কাপুর, রিয়া চক্রবর্তী এবং শ্বেতা বচ্চনও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি