রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


চীন যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে চায়: শি জিনপিং


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০২৪

চীন যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে চায়চীন যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে চায়: শি জিনপিং

ডেস্ক রিপোর্ট:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সফল অংশীদারিত্ব উভয় দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করার পরিবর্তে নতুন সুযোগ তৈরি করতে পারে। বুধবার (১৬ অক্টোবর) রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ন্যাশনাল কমিটি অন ইউএস-চায়না রিলেশনস-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য এক চিঠিতে শি জিনপিং বলেন, চীন যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে চায়। এটি শুধু দুই দেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্যই উপকারী হবে।

শি জোর দিয়ে বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর একটি। এই সম্পর্ক মানবজাতির ভবিষ্যৎ ও ভাগ্যের ওপর গভীর প্রভাব রাখে।

তবে শি জিনপিংয়ের এ ধরনের মন্তব্যের পরও জাতীয় নিরাপত্তা উদ্বেগ, বাণিজ্য বিরোধ, দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ড এবং তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে।

গত বছর দুই দেশের বাণিজ্য সম্পর্কের আরও অবনতি ঘটে। বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি ও উন্নত সেমিকন্ডাক্টর সম্পর্কিত নিষেধাজ্ঞাসহ বেশ কিছু বিষয়ে সংকট দেখা দেয়।

শি আরও বলেন, চীন সবসময় পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়পক্ষের জন্য লাভজনক সহযোগিতার নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পরিচালনা করেছে এবং চীন ও যুক্তরাষ্ট্রের সফলতা একে অপরের জন্য নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি